Header Ads

Header ADS

মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব.............চরিত্রবান মানে এই।

মানুষের মূল্য কোথায়? চরিত্র,মনুষ্যত্বে,জ্ঞান ও কর্মে বস্তুত চরিত্র মানুষের জীবনে যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নাই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোন কারনে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নাই। জগতে যে সকল মহাপুরুষের সামনে নত হবার দরকার নাই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহন করেছেন, তাদের গৌরবের মূলে এই চরিত্র শক্তি। তুমি চরিত্রবান লোক, এই কথার অর্থ এই নয় যে তুমি শুধু লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করে। তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতা প্রিয়। চরিত্রবান মানে এই।




সারাংশঃ 
চরিত্র,জ্ঞান, মনুষ্যত্ব ও কর্মে মানুষের মূল্য নির্ধারিত হয়। এর মধ্যে চরিত্র শ্রেষ্ঠ। চরিত্রবান মানুষ অপরের শ্রদ্ধা লাভে সক্ষম হয়। চরিত্রবান বলতে সত্যবাদী, বিনয়ী, জ্ঞানী, ন্যায়বান, পরদুঃখকাতর ও স্বাধীনতা প্রিয় ব্যক্তিকে বোঝায়।

No comments

Powered by Blogger.