Header Ads

Header ADS

আমরা নতুন আমরা কুঁড়ি নিখিল বন নন্দনে,......জ্ঞান-গরিমা শক্তি সাহস আজও এদের হয় নি নিঃশেষ।

আমরা নতুন আমরা কুঁড়ি নিখিল বন নন্দনে,
ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে।
লক্ষ আশা অন্তরে
ঘুমিয়ে আছে মন্তরে
ঘুমিয়ে আছে বুকের ভাষা পাঁপড়ি পাতার বন্ধনে।
সকল কাঁটা ধন্য করে ফুটবো মোরা ফুটবো গো,
অরুণ রবির সোনার আলো দু’হাত দিয়ে লুটবো গো।
নিত্য নবীন গৌরবে
ছড়িয়ে দেব সৌরভে,
আকাশ পানে তুলব মাথা, সকল বাঁধন টুটবো গো।
সাগর জলে পাল তুলে দে, কেউবা হবে নিরুদ্দেশ,
কলম্বসের মতই বা কেউ পৌঁছে যাবে নতুন দেশ।
জাগবে সারা বিশ্বময়।
এ বাঙালী নিঃস্ব নয়,
জ্ঞান- গরিমা শক্তি-সাহস আজও এদের হয় নি নিঃশেষ।


সারমর্মঃ
আজকের শিশুরাই নতুন পথের দিশারী। এরা আজ নব উদ্যমে, নব নব অভিযানে পুরো বিশ্বে সাড়া জাগাবে। সকল বাধা বিঘ্ন অতিক্রম করে সৌরভ ছড়াবে। প্রমাণ করে দিবে বাঙালি অমিত তেজ, জ্ঞান-বুদ্ধিতে নিঃস্ব না বরং বাঙালিরাই শ্রেষ্ঠ।

No comments

Powered by Blogger.