Header Ads

Header ADS

নিম গাছের ১০ উপকারিতা

নিম একটি বহুল প্রচলিত বৃক্ষ। ইহার ডাল, পাতা, রস, ফুল, ফল, বাকল, শিকড় সবই খুব উপকারি। আসুন জেনে নেই নিম গাছের ১০ উপকারিতা :-


১. খুসকি 
পরিমান মত পানি ও নিম পাতা নিয়ে সেদ্ধ করে তা ঠান্ডা করতে হবে। গোসলের সময় চুলে শেম্পু দিয়ে ধোয়ার পর এই পানি দিয়ে মাথা পরিষ্কার করতে হবে।

২.ব্রণ
নিম পাতা পেস্ট করে মধুর সাথে মিশিয়ে ব্রণে প্রলেপ দিতে হবে।

৩.উকুন
নিমের ফুল বেটে মাথায় মাখলে উকুন মারা যায়।

৪. জন্ডিস
২০-৩০ ফোটা নিম পাতার রস মধুর সাথে মিশিয়ে সকালে খারি পেটে খেলে জন্ডিস আরগ্য হয়।

৫. বসন্ত
নিম পাতার সাথে কাচা হলুদ বেটে বসন্তের গুটিতে দিলে দ্রুত গুট িমুকিয়ে যায়।

৬.হৃদরোগ
নিমপাতার রস খেলে হৃদরোগ ভাল হয়।

৭. দাতের যত্ন
কচি নিম ডাল দিয়ে দাত মাজলে দাত ভাল থাকে। নিম পাতার নির্যাস দিয়ে কুলি করলে দাতের রক্তপাত, মাড়ি ব্যাথা কমে যায়।

৮. রাতকানা
নিম ফুল ভাজা খেলে রাতকানা ভাল হয়।

৯. স্বপ্নদোষ
নিম ছালের ১ চা চামচ রস ১ গ্লাস গরুর দুধের সাথে মিশিয়ে সেবন করলে স্বপ্নদোষ ভাল হয়।

১০. বমি
বমি আসতে থাকলে ৫-৬ ফোটা নিম পাতার রস দুধ দিয়ে খেলে উপকার হয়।

No comments

Powered by Blogger.