Header Ads

Header ADS

আমলকির ১০ উপকারিতা

আমলকি একটি জনপ্রিয় ও সুপরিচিত ফল। আমলকিকে ভিটামিন- সি এর রাজা বলা হয়ে থাকে। আমলকি এমন একটি ফল যার কোন পাশ্ব প্রতিক্রিয়া নাই। আসুন জেনে নেই আমলকির কিছু উপকারিতা ।

১. আমলকি মানবদেহের শক্তিবৃদ্ধি করে থাকে।

২. আমলকি রক্ত পরিষ্কার ও চর্মরোগ দুর করে।

৩. আমলকি যৌনশক্তি বৃদ্ধি করে থাকে।

৪. আমলকি ক্ষুধা বৃদ্ধি করে থাকে।

৫. আমলকির তেল চুল পড়া রোধ ও চুল কালো করে থাকে।

৬. আমলকি চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ।

৭. আমলকি পিত্তরোগ দুর করে।

৮. আমলকি স্মৃতিশক্তি বৃদ্ধি করে থাকে।

৯. আমলকি হৃদপিন্ডের কার্যক্ষমতা বৃদ্ধি করে।

১০. আমলকি ক্ষতস্থান দ্রুত শুকাতে সাহায্য করে থাকে।

No comments

Powered by Blogger.