বিদায় লিজেন্ড ! মালিঙ্গা
লাসিথ মালিঙ্গা বিশ্ব ক্রিকেটের এক অনন্য নাম। ঝাকড়া চুল ও ইউনিক বোলিং স্টাইলের জন্য বিশ্ব ব্যাপি তার ব্যাপক পরিচিতি। তার ইয়র্কার ও স্লোয়ার ডেলিভারি রুখতে হিমসিম খেতে হয়েছে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের। অবশেষে তার ক্যারিযারকে ইতি জানালেন ক্রিকিট বিশ্বের কিংবদন্তি বোলার। বাংলাদেশের সাথে শেষ ম্যাচ খেললেন তিনি। তবে তিনি ওডিআই থেকে অবসর নিলেও খেলবেন টি-টোয়েন্টি। তার বর্ণাঢ্য ওডিআয় ক্যারিয়ারে ২২৬ ম্যাচে ৩৩৮ উইকেট নিয়েছেন। যার মধ্যে ৮ বার ৫ উইকেট পাওয়ার কৃতৃত্ব অর্জন করেছেন।
বাংলাদেশ বনাম শ্রীলংকা (১ম ওডিআই)
শ্রীলংকা - ৩১৪-৮(৫০)
বাংলাদেশ - ২২৩-১০(৪১.৪)
No comments