রিয়ালের জালে ৭ গোল
নিজেদের দ্বিতীয় প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে বিশাল ব্যবধানে হারল রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদন্ধী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৭-৩ ব্যবধানে বিশাল পরাজয়ের শিকার হয় জিনেদিন জিদানের শিষ্যরা। অ্যাটলেটিকোর হয়ে গোল করেন দিয়াগো কস্তা(৪টা), জোয়া ফেলিক্স(১টা), অ্যান্জেল মার্টিন(১টা), ভিতালো(১টা)। রিয়াল মাদ্রিদের হয়ে ৩ গোল শোধ দেন নাচো,বেনজিমা, জার্বি ফার্নান্দেজ। তবে পরর্বতীতে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়ে দিয়াগো কস্তা।
No comments