জাতীয় পরিচয়পত্র যাচাইয়ে “পরিচয়”
জাতীয় পরিচয় যাচাইয়ের গেটওয়ে ‘পরিচয়’ চালু। ‘পরিচয়’ গেটওয়ে ওয়েবসাইটি উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয় (তথ্য উপদেষ্টা,বাংলাদেশ সরকার)।
‘পরিচয়’ হচ্ছে একটি গেটওয়ে সার্ভার যা নির্বাচন কমিশনের জাতীয় ডাটা বেসের সাথে যুক্ত। কোন ব্যাক্তি বা সংস্থা পোর্টালটিতে নিবন্ধন ও নিদিষ্ট ফি দেওয়া সাপেক্ষে কোন নাগরিকের এনআইডি তথ্য যাচাই করতে পারবেন।
এই ওয়েবসাইটের মাধ্যমে এনআইডির ৫-৬ টি তথ্য যাচাই করা যাবে। এগুলো হচ্ছে - নাগরিকের নাম, ঠিকানা, বাবা-মায়ের নাম, জন্ম তারিখ । তবে এখনও তথ্য যাচাইয়ের ফি নির্ধারণ করা হয়নি।
‘পরিচয়’ হচ্ছে একটি গেটওয়ে সার্ভার যা নির্বাচন কমিশনের জাতীয় ডাটা বেসের সাথে যুক্ত। কোন ব্যাক্তি বা সংস্থা পোর্টালটিতে নিবন্ধন ও নিদিষ্ট ফি দেওয়া সাপেক্ষে কোন নাগরিকের এনআইডি তথ্য যাচাই করতে পারবেন।
এই ওয়েবসাইটের মাধ্যমে এনআইডির ৫-৬ টি তথ্য যাচাই করা যাবে। এগুলো হচ্ছে - নাগরিকের নাম, ঠিকানা, বাবা-মায়ের নাম, জন্ম তারিখ । তবে এখনও তথ্য যাচাইয়ের ফি নির্ধারণ করা হয়নি।
No comments